Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে দাগনভূঞা সদর ইউনিয়ন।

এক নজরে দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদ

ফেনী জেলার দাগনভূঞা উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ হলো ৬নং দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদ। আধুনিক ও ডিজিটাল নাগরিক সেবা প্রদানে ফেনী জেলার আদর্শ ইউনিয়ন পরিষদ হচ্ছেদাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদ।

১) ইউনিয়নের নাম- ৬নং দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদ,

অবস্থানঃ ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দাগনভূঞা বাজারের প্রাণকেন্দ্রে।

ওয়েব পোর্টালঃ http://daganbhuiyanup.feni.gov.bd

ই-মেইলঃ daganbhuiyanup.feni@gmail.com

১) আয়তন-৩,৫৬০ (একর)।

২) লোকসংখ্যা – ৩৪,২২৪ জন। (জনশুমারী-২০২২)

৩) গ্রামের সংখ্যা- ১২টি (হায়াতপুর, বাসুদেবপুর, ফতেউল্যাপুর, ছোট মালীপুর, দক্ষিন শ্রীধরপুর, পশ্চিম পতেপুর, দক্ষিন ধর্মপুর, রশিদপুর, দক্ষিন আলীপুর, দক্ষিন করিমপুর, জগতপুর ।

৪) মৌজার সংখ্যা-১০টি।

৫) হাটবাজার সংখ্যা -  ০৪টি (ফাজিলেরঘাট,তালতলী, ছমিভূঞার হাট ও নতুন বাজার)  ।

৬) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সড়ক পথ।

৭) শিক্ষার হার- ৯৭ %

৮) সরকারী প্রাথমিক বিদ্যালয়-০৮টি।

৯) কমিউনিটি প্রাঃ বিদ্যালয় -০ টি।

১০) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩টি।

১১) হাফিজিয়া মাদ্রাসা-০৫ টি।

১২) কলেজ –নাই।

১৩) কামিল মাদ্রাসা-০৫টি।

১৪) মসজিদের সংখ্যাঃ ৩৮ টি।

১৫) মন্দিরের সংখ্যাঃ ০১টি।

১৬) গনকবরস্থানঃ ০ টি।

১৭। ব্যাংকঃ ০টি  ।

১৮। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রঃ ০১টি ।

১৯। কমিউনিটি ক্লিনিকঃ ০৩টি।

২০। এনজিওঃ এসডিএফ ০টি।

২১) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব বেলায়েত উল্যাহ স্বপন।