Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃত্রিম প্রজনন কেন্দ্র

 

মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন উপজেলা পর্যায়ের সেবাধর্মী প্রতিষ্ঠান । এই প্রতিষ্ঠানটি দাগনভূঞা শহরের হাসপাতাল রোডে অবস্থিত। ইহার উত্তরে উপজেলা পরিষদ এবং দক্ষিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই প্রতিষ্ঠানে বিনামূল্যে অসুস্থ গবাদিপশু, হাঁস-মুরগী ও পোষা প্রাণির চিকিৎসা  সেবা প্রদান করা হয়। এছাড়াও এই প্রতিষ্ঠানের অন্যান্য সেবাধর্মী কার্যাবলীর মধ্যে রয়েছে উন্নত জাতের গবাদিপশু তৈরীর লক্ষ্যে কৃত্রিম প্রজনন; রোগ ব্যাধি দমনে বিভিন্ন রকমের টিকাবীজ বিক্রয়, সরবরাহ ও  প্রদান; গবাদিপশু ও হাঁস-মুরগীর খামার স্থাপনে পরামর্শ; নতুন কলা-কৌশল হস্তান্তরে প্রশিক্ষন ও দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ বিতরনের ব্যবস্থা রয়েছে।

কি সেবা কিভাবে পাবেন

 

ক্রমিক নং

প্রদানকৃত সেবার ধরণ

সেবাদানকারী কর্মকর্তা/কর্মচারী

সেবা গ্রহনের পদ্ধতি

১।

চিকিৎসা

ভেটেরিনারী সার্জন

হাসপাতালে আনীত রোগাক্রান্ত গবাদিপশু ও হাঁস মুরগীর মালিকগন বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহনকরতে পারেন।

২।

টিকাবীজ বিক্রয়/প্রয়োগ

ভেটেরিনারী মাঠ সহকারী/ কম্পাউন্ডার/ ড্রেসার

হাঁসমুরগীর মালিক/খামারীগন সরকারী নির্ধারিত মূল্যে হাঁসমুরগীর টিকাবীজ ক্রয় করতে পারেন।মাঠপর্যায়ে সরকারী নির্ধারিত মূল্যে গবাদিপশুর টিকাবীজ মাঠ কর্মীর  মাধ্যমে প্রয়োগ করাতে পারেন।

৩।

কৃত্রিম প্রজনন

মাঠ সহকারী(কৃত্রিম প্রজনন)

সরকারী নির্ধারিত মূল্যে গাভীর মালিকগন তাদের ডাকে আসা গাভীকে প্রজনন করিয়ে নিতে পারেন

৪।

দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋন

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা/

ভেটেরিনারী মাঠ সহকারী

সরকারী বিধিবিধান পালন সাপেক্ষে  আত্মকর্ম-সংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষ্যে ভূমিহীন,দরিদ্র, বেকার লোকজন ও দু:স্থ মহিলাগন এই ঋণ গ্রহন করতেপারেন।

৫।

প্রশিক্ষন প্রদান

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা/

ভেটেরিনারী সার্জন/ভেটেরিনারী

মাঠ সহকারী

গবাদিপশু ও হাঁস মুরগী পালন বিষয়ে উন্নততর কলা কৌশল আয়ত্বের জন্য পালনকারী/খামারী গন বিনামূল্যে প্রশিক্ষন গ্রহন করতে পারেন।

৬।

খামার স্থাপনে পরামর্শ

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা/

ভেটেরিনারী সার্জন/ভেটেরিনারী

সরজমিন সহকারী

 

গবাদি পশু ও হাঁস মুরগীর খামার স্থাপনে আগ্রহী

উদ্যোক্তাগন বিনামূল্যে পরামর্শ সেবা পেতে পারেন।

৭।

উন্নত জাতের ঘাস চাষের পরামর্শ

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা/ ভেটেরিনারী সার্জন/ভেটেরিনারী

সরজমিন সহকারী

গবাদি পশুর খাদ্যের চাহিদা পুরনের লক্ষে উন্নত

জাতের বিভিন্ন ঘাস চাষের পরামর্শ বিনামূল্যে

পেতে পারেন।