মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন উপজেলা পর্যায়ের সেবাধর্মী প্রতিষ্ঠান । এই প্রতিষ্ঠানটি দাগনভূঞা শহরের হাসপাতাল রোডে অবস্থিত। ইহার উত্তরে উপজেলা পরিষদ এবং দক্ষিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই প্রতিষ্ঠানে বিনামূল্যে অসুস্থ গবাদিপশু, হাঁস-মুরগী ও পোষা প্রাণির চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও এই প্রতিষ্ঠানের অন্যান্য সেবাধর্মী কার্যাবলীর মধ্যে রয়েছে উন্নত জাতের গবাদিপশু তৈরীর লক্ষ্যে কৃত্রিম প্রজনন; রোগ ব্যাধি দমনে বিভিন্ন রকমের টিকাবীজ বিক্রয়, সরবরাহ ও প্রদান; গবাদিপশু ও হাঁস-মুরগীর খামার স্থাপনে পরামর্শ; নতুন কলা-কৌশল হস্তান্তরে প্রশিক্ষন ও দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ বিতরনের ব্যবস্থা রয়েছে।
ক্রমিক নং | প্রদানকৃত সেবার ধরণ | সেবাদানকারী কর্মকর্তা/কর্মচারী | সেবা গ্রহনের পদ্ধতি |
১। | চিকিৎসা | ভেটেরিনারী সার্জন | হাসপাতালে আনীত রোগাক্রান্ত গবাদিপশু ও হাঁস মুরগীর মালিকগন বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহনকরতে পারেন। |
২। | টিকাবীজ বিক্রয়/প্রয়োগ | ভেটেরিনারী মাঠ সহকারী/ কম্পাউন্ডার/ ড্রেসার | হাঁসমুরগীর মালিক/খামারীগন সরকারী নির্ধারিত মূল্যে হাঁসমুরগীর টিকাবীজ ক্রয় করতে পারেন।মাঠপর্যায়ে সরকারী নির্ধারিত মূল্যে গবাদিপশুর টিকাবীজ মাঠ কর্মীর মাধ্যমে প্রয়োগ করাতে পারেন। |
৩। | কৃত্রিম প্রজনন | মাঠ সহকারী(কৃত্রিম প্রজনন) | সরকারী নির্ধারিত মূল্যে গাভীর মালিকগন তাদের ডাকে আসা গাভীকে প্রজনন করিয়ে নিতে পারেন |
৪। | দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋন | উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা/ ভেটেরিনারী মাঠ সহকারী | সরকারী বিধিবিধান পালন সাপেক্ষে আত্মকর্ম-সংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষ্যে ভূমিহীন,দরিদ্র, বেকার লোকজন ও দু:স্থ মহিলাগন এই ঋণ গ্রহন করতেপারেন। |
৫। | প্রশিক্ষন প্রদান | উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা/ ভেটেরিনারী সার্জন/ভেটেরিনারী মাঠ সহকারী | গবাদিপশু ও হাঁস মুরগী পালন বিষয়ে উন্নততর কলা কৌশল আয়ত্বের জন্য পালনকারী/খামারী গন বিনামূল্যে প্রশিক্ষন গ্রহন করতে পারেন। |
৬। | খামার স্থাপনে পরামর্শ | উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা/ ভেটেরিনারী সার্জন/ভেটেরিনারী সরজমিন সহকারী
| গবাদি পশু ও হাঁস মুরগীর খামার স্থাপনে আগ্রহী উদ্যোক্তাগন বিনামূল্যে পরামর্শ সেবা পেতে পারেন। |
৭। | উন্নত জাতের ঘাস চাষের পরামর্শ | উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা/ ভেটেরিনারী সার্জন/ভেটেরিনারী সরজমিন সহকারী | গবাদি পশুর খাদ্যের চাহিদা পুরনের লক্ষে উন্নত জাতের বিভিন্ন ঘাস চাষের পরামর্শ বিনামূল্যে পেতে পারেন। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS