এক নজরে দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদ
ফেনী জেলার দাগনভূঞা উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ হলো ৬নং দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদ। আধুনিক ও ডিজিটাল নাগরিক সেবা প্রদানে ফেনী জেলার আদর্শ ইউনিয়ন পরিষদ হচ্ছেদাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদ।
১) ইউনিয়নের নাম- ৬নং দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদ,
অবস্থানঃ ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দাগনভূঞা বাজারের প্রাণকেন্দ্রে।
ওয়েব পোর্টালঃ http://daganbhuiyanup.feni.gov.bd
ই-মেইলঃ daganbhuiyanup.feni@gmail.com
১) আয়তন-৩,৫৬০ (একর)।
২) লোকসংখ্যা – ৩৪,২২৪ জন। (জনশুমারী-২০২২)
৩) গ্রামের সংখ্যা- ১২টি (হায়াতপুর, বাসুদেবপুর, ফতেউল্যাপুর, ছোট মালীপুর, দক্ষিন শ্রীধরপুর, পশ্চিম পতেপুর, দক্ষিন ধর্মপুর, রশিদপুর, দক্ষিন আলীপুর, দক্ষিন করিমপুর, জগতপুর ।
৪) মৌজার সংখ্যা-১০টি।
৫) হাটবাজার সংখ্যা - ০৪টি (ফাজিলেরঘাট,তালতলী, ছমিভূঞার হাট ও নতুন বাজার) ।
৬) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সড়ক পথ।
৭) শিক্ষার হার- ৯৭ %
৮) সরকারী প্রাথমিক বিদ্যালয়-০৮টি।
৯) কমিউনিটি প্রাঃ বিদ্যালয় -০ টি।
১০) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩টি।
১১) হাফিজিয়া মাদ্রাসা-০৫ টি।
১২) কলেজ –নাই।
১৩) কামিল মাদ্রাসা-০৫টি।
১৪) মসজিদের সংখ্যাঃ ৩৮ টি।
১৫) মন্দিরের সংখ্যাঃ ০১টি।
১৬) গনকবরস্থানঃ ০ টি।
১৭। ব্যাংকঃ ০টি ।
১৮। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রঃ ০১টি ।
১৯। কমিউনিটি ক্লিনিকঃ ০৩টি।
২০। এনজিওঃ এসডিএফ ০টি।
২১) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব বেলায়েত উল্যাহ স্বপন।
|
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS