ক্রঃ নং | কার্যক্রম | সেবার ধরণ | সেবা গ্রহণকারী ব্যক্তি/সংস্থা | সেবার স্থান | সেবা প্রাপ্তির সময়সীমা | সেবাদানকারী কর্তৃপক্ষ | মন্তব্য |
-
| -
| | -
| -
| -
| -
| -
|
1) | বৃত্তিমূলক প্রশিক্ষণ | বিভিন্ন ধরনের আয় বর্ধক বৃত্তিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষনের মাধ্যমে মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা উপজেলা কার্যালয়ে মহিলা প্রশিক্ষন কেন্দ্রের মাধ্যমে এক (১) বছর মেয়াদে সেলাই ও এমব্রয়ডারী,ব্লক-বাটিক এর উপর প্রশিক্ষন প্রদান করা হয়। | অত্র উপজেলা দুঃস্থ অসহায় ও গরীব মহিলা | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। | | | বছরের ৩০জন মহিলাকে প্রশিক্ষন প্রদান করা হয়। |
2) | আর্থ-সামাজিক কার্যক্রম উন্নয়ন ও সামাজিক সুরক্ষাকর্মসূচী | ভিজিডি কর্মসূচীর আওতায় দরিদ্রসীমার নীচে বসবাস কারী মহিলাদের খাদ্য নিরাপত্তাসহ প্রশিক্ষন প্রদান ও আয়বর্ধক কর্মসূচীতে তাদের জড়িতকরন। এই কার্যক্রমের অধীনে ভিজিডি কার্ডধারী মহিলাদেরকে ক) দুই বছর ধরে খাদ্য ও আর্থিক সুবিধা প্রদান করা হয়, খ) আয়বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষন দেয়া হয়, গ) ভিজিডি চক্র শেষে প্রশিক্ষন প্রাপ্ত মহিলাদের ঋণ সুবিধা প্রদান করা হয়। | দারিদ্র পীড়িত ও দুঃস্থ গ্রামীণ মহিলা | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। | ৬মাস | মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা | |
3) | নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ | মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলা পর্যায়ে গঠিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয়ভাবে নারী ও শিশু নির্যাতনমূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহনের ব্যবস্থা করে থাকে। | নির্যাতিত নারী ও শিশু | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। | আবেদন এবং অবহিত হওয়ার প্রেক্ষিতে তাৎক্ষনিক ভাবে পদক্ষেপ গ্রহণ। | মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা | |
4) | স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন | উন্নয়ন কর্মসূচীকে আরো ব্যাপৃত এবং মহিলা জনগোষ্ঠীর মধ্যে সম্প্রসারণ করার লক্ষ্যে স্বেচছাসেবী মহিলা সংগঠন সমূহের আবেদনের প্রেক্ষিতে নিবন্ধন প্রদানের লক্ষ্যে পরিদর্শন পূর্বক সুপারিশ করা হয়। | সক্রিয় স্বেচ্ছাসেবী মহিলা সমিতি | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। | আবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে নিবন্ধনের ব্যবস্থা করা হয়। | মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা | নিবন্ধনের শর্ত পূরন সাপেক্ষে |
5) | বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ (বামকপ) | মহিলাদের আত্নকর্মসংস্থান ও উন্নয়নের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধীত সক্রিয় মহিলা সংগঠন সমূহের অনুদান প্রাপ্তির আবেদন সুপারিশ করে জেলা কার্যালয়ে প্রেরন করা হয়। | নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি | ঢাকা সদর কার্যালয়, জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় | আবেদনের প্রেক্ষিতে ২ মাসের মধ্যে | মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকা | |
6) | সচেতনতা বৃদ্ধি এবং জেন্ডার সমতামূলক কার্যক্রম | নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে বিভিন্ন জন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ। | উপজেলাধীন সকল জনগোষ্ঠী | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। | বছরব্যাপি ও দিবস অনুযায়ী | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা | |