সড়ক পথ:
রুট | যাতায়াতের মাধ্যম | ভাড়া | দূরত্ব ও সময় |
ঢাকা থেকে: | ঢাকা থেকে সরাসরি ড্রিম লাইন অথবা নোয়াখালী চৌমুহনীর (ভায়া ফেনী) ইত্যাদি বাসে আসা-যাওয়া করা যায়। | ভাড়া বাসভেদে ১৮০ থেকে ২৫০ টাকা। | ঢাকা-দাগনভুয়া'র দূরত্ব প্রায় ১৭৩ কিলোমিটার। সময় বাসভেদে ৩-৫ ঘন্টা |
চট্টগ্রাম থেকে: | চট্রগ্রাম থকে বসুরহাট এক্সপ্রেসঅথবা নোয়াখালী চৌমুহনীর (ভায়া ফেনী) যে কোন বাসে আসা-যাওয়া করা যায়। | ভাড়া ১৩০-১৭০ টাকা । | চট্টগ্রাম- দাগনভুয়া'র দূরত্ব ১১৮ কিলোমিটার। সময় ২-৩ ঘন্টা |
ফেনী থেকে: | ফেনীর মহিপাল মোড় থেকে আল-আমিন, সুগন্ধা কিং ইত্যাদি এবং সিএজি চালিত অটোরিক্সায় আসা-যাওয়া করা যায়। | ভাড়া বিরতিহীন বাসে ১৫ টাকা, লোকাল বাসে ১২ টাকা এবং সিএজি অটোতে রিজার্ভ ১০০ টাকা,লোকাল ২০টাকা। | ফেনী-দাগনভূঞা'র দূরত্ব ১৩ কিলোমিটার। |
বিঃদ্রঃ- রেল ও নৌপথে দাগনভূঞা উপজেলা পরিষদ এর সহিত কোন যোগাযোগ নাই। তবে রেলপথে কমলাপুর রেল স্টেশন,ঢাকা থেকে ফেনী এসে পুনরায় ফেনী থেকে সড়ক পথে দাগনভূঞা আসা যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS